বান্দরবানে বাইক খাদে পড়ে পর্যটকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১২ পূর্বাহ্ণ

পার্বত্য বান্দরবানে বেড়াতে গিয়ে বাইক খাদে পড়ে মো. ফয়সাল (১৮) নামে লোহাগাড়ার এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানথানচি সড়কের চিম্বুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফয়সাল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়ার দিদারুল আলমের পুত্র। এই ঘটনায় একই এলাকার আবুল কাশেমের পুত্র মো. ফাহিম (১৭) নামে আরেকজন গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ বন্ধু লোহাগাড়া থেকে পার্বত্য বান্দরবানে বেড়াতে যান। ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় খাদ থেকে ফয়সালকে নিহত ও ফাহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ফয়সাল পাইপ ফিটিংসের কাজ করত আর ফাহিম আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধট্রাকের নিচে কাজ করার সময় চাপা পড়ে চালকের মৃত্যু