বান্দরবানে পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার দুই

অপারেশন ডেভিল হান্ট

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

বান্দরবানে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সাবেক পৌর কাউন্সিলরসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে জেলা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঝন্টু দাস।

আদালতের উপপরিদর্শক পিয়াল পালিত জানান, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযান চলছে। অভিযানে নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজুলাই শহীদ পরিবারের জন্য এককালীন টাকা মাসিক ভাতা ও চাকরির ব্যবস্থা