বান্দরবানে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের বালাঘাটা ভড়াখালি এলাকায় ট্রাকের চাপায় এক যু্বকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাহাব উদ্দিন (২৫)। সে কুহালং ইউনিয়নের বটতলি পাড়া গ্রামের করিম মোল্লার পুত্র। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইসমাইল জানান, ট্রাকের ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।