বান্দরবানে টমটম চালক নিখোঁজ রাস্তায় রক্ত, টেনে নেয়ার চিহ্ন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালক নিখোঁজ রয়েছেন। গত রোববার রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ চালক রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাটিং ঝিড়ি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয়রা জানান, অমন্ত সেন তঞ্চঙ্গ্যা রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় ইজিবাইক চালক। প্রতিদিনের মতো সারাদিন যাত্রী পরিবহন শেষে রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাস স্টেশনে রেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে অপহরণ বা হত্যা করা হতে পারে। ঘটনাস্থলের রাস্তায় রক্ত এবং টেনে হেঁচড়ে নেয়ার চিহ্ন দেখা গেছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তারাছাখালে ফায়ার সার্ভিসের সদস্যরাও তল্লাশি চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানার গাড়ি ভাঙচুর
পরবর্তী নিবন্ধফের চালু হচ্ছে ফ্লাই দুবাই, ফ্লাইট বাড়াচ্ছে সালাম এয়ার