বান্দরবানে জেলা আওয়ামী লীগ সভাপতি সম্পাদকসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্ল্যশৈ হ্লা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাসসহ ২৮ জনের নাম উল্লেখ ও অন্যদের অজ্ঞাতনামা করে মোট ১২০ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করা হয়েছে। বুধবার রাতে পৌর এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন। মামলা সূত্রে জানা গেছে, বান্দরবান পৌর এলাকার বিভিন্ন স্থানে নৈরাজ্য, সরকারিবেসরকারি সম্পদ ক্ষতিসাধন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে অন্তর্ঘাতী কার্য সম্পাদন ও উক্ত কার্যসম্পাদনের জন্য দাঙ্গার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দলবদ্ধ হয়ে সাধারণ জনগণকে গুরুতর জখম, প্রাণনাশের হুমকি প্রদান এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের মত অপরাধে লিপ্ত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলোজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, পৌর কাউন্সিলর সৌরভ দাস শেখর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী প্রমুখ। এদিকে মামলায় অভিযুক্ত আসামিরা ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, আটাইশ জনের নাম উল্লেখ ১২০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৮ গ্রাম প্লাবিত
পরবর্তী নিবন্ধমানুষের জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে : উপদেষ্টা