বান্দরবানের রোয়াংছড়িতে হত্যা মামলায় অভিযুক্ত এক আসামিকে আটক করা হয়েছে। আজ সোমবার(২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার আন্তাপাড়া এলাকা থেকে সেনাবাহিনীর আন্তাপাড়া ক্যাম্পের একটি পেট্রোল টিম হত্যা মামলায় অভিযুক্ত এক আসামিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মংয়্ইপ্রু মারমা। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সদস্য।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে জেএসএস (মূল) সংগঠনের কর্মী হিসাবে চাঁদা আদায় এবং জেএসএসের তথ্য সংগ্রহের অভিযোগও রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সেনাবাহিনীর সদস্যদের হাতে আটক ব্যক্তি রোয়াংছড়ি সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গুলিতে নিহত মংসিংশৈ মারমা হত্যা মামলায় অভিযুক্ত আসামি। তার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তি জেএসএস’র কর্মী বলে জানা গেছে।