বান্দরবানে জল নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মতবিনিময়

| শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় গতকাল শুক্রবার ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা) জহরুল ইসলাম, উপসচিব (পরিকল্পনা) এসএম ইমরুল হাসান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও নেগোসিয়েশন) মুহাম্মদ খায়রুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তারেক হাসান ও ফাহমিদ আল জায়েদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ প্রমুখ।

সভায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ প্রকল্পের পরিচালক অধ্যাপক হাসান আল শাহী।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট শহিদুল আজম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ