বান্দরবানে গোলটেবিল বৈঠকে জামায়াতের ৫ দফা দাবি

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেছেন, জুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ ৫ দফা গণদাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

জামায়াতে ইসলামীর দাবির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই প্রমাণ করে, এগুলো এখন জনগণেরই দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে দেশে। গতকাল বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে পাঁচ দফা দাবি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির আব্দুচ ছালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আইয়ুব, সেক্রেটারি আব্দুল আউয়াল, গোলাম মোহাম্মদ তাজ, হারুনুর রশিদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর । এছাড়াও বৈঠকে মানবাধিকার কর্মী, গণমাধ্যমকর্মী, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বৌদ্ধ নেতাদের সাথে দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময়
পরবর্তী নিবন্ধপ্রতি বিভাগে ন্যূনতম ১টি মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করার আহ্বান