বান্দরবানে খামারবাড়ি থেকে ব্যবসায়ী অপহৃত

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৭:০৩ অপরাহ্ণ

বান্দরবানে খামারবাড়ি থেকে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীর নাম নূরুল হক (৫০)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায়। শুক্রবার’রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামূড়া এলাকায় গড়ে তোলা হাঁস-মুরগির খামারবাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যবসায়ি নূরুল হক এবং খামারের ২ জন কর্মচারীকে অপহরণ করে নিয়ে যায়। তবে কিছু দূর নেয়ার পর খামারের ২ কর্মচারীকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পাহাড়ের সম্ভাব্য স্থানগুলোতে অভিযানে নেমেছে যৌথ বাহিনী।
অপহৃত ব্যবসায়ীর ছোট ভাই মো. মহিউদ্দিন বলেন, “শুক্রবার রাত নয়টার দিকে ৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী খামারবাড়িতে হামলা চালায়। প্রথমে আমার বড় ভাই ব্যবসায়ী নূরুল হক এবং খামারের ২ জন কর্মচারীকেও নিয়ে যায়। তবে কিছুদূর নেয়ার পর খামারের কর্মচারীদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। কর্মচারীরা ছাড়া পেয়ে আমাদের বিষয়টি জানিয়েছেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, “অপহরণের খবর পেয়েছি তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধকৃষির উন্নয়নে বদলাবে পাহাড়ের অর্থনৈতিক চেহারা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বসতঘর ও ধানের গোলা ভাঙচুর করেছে বন্যহাতি, আহত ২