বান্দরবানে কোটা বিরোধীদের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, উত্তেজনা

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

বান্দরবান জেলায় চলমান কোটা বিরোধী আন্দোলনে বাধা প্রদান করেছে ছাত্রলীগ, এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিলের পর বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের একাংশ অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের বাধা দিতে মাঠে নামে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতা কর্মীরা। পরে বান্দরবান জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে বিচারের দাবিতে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী পায়েল বলেন, তারা কোনো প্রকার রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান করছে না। সংবিধান অনুযায়ী জনগণ যদি চায় তারা নিরস্ত্র সমাবেশ করতে পারেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্বরোচিত হামলা হয়েছে তাতে কোটা আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও রক্তাক্ত হয়েছে। তাই সরকারের কাছে এই বর্বরোচিত হামলাকারীদের বিচারের দাবি জানাচ্ছি। বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, সারাদেশে স্বাধীনতার বিপক্ষের একটি চক্র কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাকে পুঁজি করে যাতে কেও সুবিধা নিতে না পারে সে জন্য একটি কর্মসূচি আগে থেকে নেয়া ছিল। স্বাধীনতার বিপক্ষে ও দেশ বিরোধী যেকোনো কার্যক্রমে ছাত্রলীগের সদস্যরা প্রতিরোধ গড়ে তুলবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধ৩ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা