কোভিড১৯ সংক্রমণ রোধে বান্দরবানে কঠোর লকডাউনে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বান্দরবান জিমনেসিয়াম মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরীন আক্তার, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার আওতায় সদর উপজেলার ৫শ পরিবারকে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু এবং এক কেজি করে ডাল, তেল, পেঁয়াজ, লবণ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সবগুলো উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। মন্ত্রী ত্রাণ গ্রহণকারীদের স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মানার বিষয়ে হাত তোলে শপথ বাক্য পাঠ করান।