বান্দরবানে করোনায় আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

বান্দরবানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার এ মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগ ও স্বজনরা জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- বান্দরবান পৌরসভার উজানী পাড়ার বাসিন্দার সাংস্কৃতিক কর্মীর মা নুনুপ্রু মারমা (৫৭) এবং পূর্ব ধোপাছড়ির বাসিন্দার ছাবের আহমেদ (৫৫)।

এর আগে মঙ্গলবার লামা উপজেলার রুপসীপাড়ার বাসিন্দার হামিদা বেগম (৬২) নামে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে বান্দরবান সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে করোনায় আক্রান্ত আরও ৬০ জন রোগী ভর্তি রয়েছে।

আজ বুধবার নতুন করে আরও ৩১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। বান্দরবান হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পাল বলেন, চিকিৎসাধীন অবস্থায় বান্দরবান হাসপাতালে ২ জন বয়স্ক লোকের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে নিয়মিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, করোনায় আক্রান্ত ২ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। জনবল এবং লজিস্টিক সাপোর্ট না থাকায় ক্রিটিক্যাল রোগীদের শতভাগ চিকিৎসাসেবা এখানে নিশ্চিত করা সম্ভব হয়না। তাই গুরুতরদের দ্রুত চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআপনার ফোনে পেগাসাস আছে কিনা বুঝবেন যেভাবে
পরবর্তী নিবন্ধসিএসইতে ১.৮৫ কোটি শেয়ার হাত বদল