বান্দরবানে একজনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

বান্দরবানে কিশোর বলাৎকারের দায়ে মো. ওসমান (৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নগদ এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি মো. ওসমান রাঙ্গুনিয়ার সরফভাটা হাজী পাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান রাজার মাঠ থেকে স্টেডিয়াম এলাকার বাসায় যেতে ওই কিশোর রিকশায় উঠে। রিকশাটি ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে চালক তাকে নাস্তা খাওয়ানোর কথা বলে ওই এলাকার গিরিছায়া গার্ডেন রিসোর্টের ভেতরের ডানপাশে বান্ডারি ওয়ালের পাশে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। কিশোরের কান্না শুনে পার্শ্ববর্তী দোকানদার ঘটনাস্থলে আসলে ওই অবস্থায় কিশোরকে ফেলে বলাৎকারক মো. ওসমান পালিয়ে যায়। বলাৎকারের শিকার কিশোরের তথ্যমতে শনাক্ত মতে বান্দরবান বাজারের ওয়ালটন মোড় এলাকা থেকে পুলিশ চালককে গ্রেপ্তার করে। পরে আদালতে সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত গতকাল এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল জানান, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশে বইমেলায় প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল
পরবর্তী নিবন্ধফ্রোবেল একাডেমির শিক্ষার্থীদের ডিজাইন ফর চেঞ্জ