বান্দরবানে আর্মড পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের বোটঘাটা এলাকার অভিযান চালায় আর্মড পুলিশ। এসময় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার বাসিন্দা জাফর আহমেদের ছেলে জিয়াউর রহমান (২১) ও খুঁটাখালির বাসিন্দা সিকান্দারের ছেলে আবুল কাশেম (৩২)। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক আলী আহমদ খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হবে বলে জানান তিনি।