বান্দরবানের সদর উপজেলা পরিষদে আধুনিক প্রশাসনিক ভবন এবং অডিটোরিয়ামের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সদর উপজেলা পরিষদ চত্বরে এলজিইডি বিভাগের অর্থায়নে ৬ কোটি ৪৭ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহি অফিসার তৌসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বান্দরবান নির্বাহি প্রকৌশলী জিল্লুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, এলজিইডি উপজেলা প্রকৌশলী রবিউল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাস শেখর প্রমুখ উপস্থিত ছিলেন।