বান্দরবানে আড়াই কোটি টাকার নিষিদ্ধ মাদক আফিমসহ লেম থার সাং বম (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে বান্দরাবান সদর উপজেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিন কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। আটক লেম থার সাং বম রুমা উপজেলার সালুপি পাড়ার বাসিন্দার পাম কুম বমের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, গোয়েন্দা সংস্থা এক যুবককে আফিমসহ আটকের পর থানায় হস্থান্তর করেছে। আটক ব্যবসায়ী লেম থার সাং বমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাহাড়ে মাদকদ্রব্য চোরাকারবারি একটা সিন্ডিকেট আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক কারবারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।