বান্দরবানে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযান

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৫ অপরাহ্ণ

বান্দরবানে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন(র‌্যাব) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, র‌্যাব-১৫ এবং বান্দরবান সেনা জোনের ডলুপাড়া ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম বান্দরবান সদর উপজেলার পশ্চিম চেমিডুলু পাড়া এলাকায় উশৈসিং মারমার বাড়িতে অভিযান চালায়।

এসময় তল্লাশি করে ১টি দেশীয় বন্দুক, ৪টি ধারালো দা, ১টি হাতুড়ি, ১টি প্লায়ার্স, ১টি টেস্টার, ৮টি লাইট এবং ১টি সিজার উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি জানান, শান্তিশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস নির্মূলে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। মামলা করা হবে বাড়ির মালিকের বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ভারসাম্যহীন ব্যক্তি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু