বান্দরবানে দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে অসহায়দের মাঝে রিকসা, ভ্যান ও ঠেলাগাড়ি বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গত মঙ্গলবার সকালে পার্বত্য মন্ত্রীর বাসভবনের সামনে চালকদের মাঝে এসব গাড়ি তুলে দেওয়া হয়।
এর আগে চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, কষ্টের শ্রমে লজ্জা নেই। অন্যের দিকে তাকিয়ে না থেকে কাজের মাধ্যমে মানুষের কাছে উদাহরণ হতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, যেখানে আপনি ঠেকবেন সেখানে আমি পাশে থাকব। অসহায়দের জন্য এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কাজের মাধ্যমে নিজ ও পরিবারের পাশাপাশি ভিক্ষুকমুক্ত, দারিদ্রমুক্ত বান্দরবান গড়তে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। একটি রিকশা থেকে দুটি রিকশার মালিক হওয়ার মানসিতা যার থাকবে সে-ই ভবিষ্যৎ গড়তে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন অংসুই প্রু মারমা, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, শহর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।