আধিপাত্যের দ্বন্দ্বের জের ধরে বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস সন্তু লারমা) সদর উপজেলা সাধারণ সম্পাদক প্রুশে থোয়াই মারমাকে (৩৬) অপহরণের পর হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার কুহালং ইউনিয়নের দূর্গম আমতলী পাড়া এলাকায় মাটির নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নিহত প্রুশে থোয়াই মারমা ডলুপাড়া বাসিন্দা অংসা চিং মারমার পুত্র। গত রোববার রাতে কুহালং ইউনিয়নের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে গতিরোধ করে অস্ত্রের মুখে প্রুশে থোয়াই মারমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল অস্ত্রধারী সন্ত্রাসীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হত্যাকারী কারা বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর দ্বন্দের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনসংহতি সমিতি মূল সংগঠনের কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পাহাড়ে জেএসএসকে বিতারিত করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। সব ধরনের সহযোগিতা দিয়ে পাহাড়ের বিচ্ছিন্ন কিছু ব্যক্তিদের ভিন্ন ভিন্ন সংগঠনের নামে লেলিয়ে দিচ্ছেন। এটি পাহাড়ের জন্য অশনিসংকেত।