বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ৫ জুন দিনব্যাপী বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক।
গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনায় যুক্ত ছিলেন প্রিমিয়াম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম। কর্মশালায় বিতর্ক কী, এর প্রয়োজনীয়তা ও সুফল, বিতর্কের কাঠামো, বিতার্কিকদের দায়িত্ব ও যুক্তিখন্ডন, ভালো বিতার্কিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য করণীয়, চাপ মোকাবেলার কৌশল এবং বিতর্কের জন্য পঠিতব্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে দলগত কাজ, প্রদর্শনী বিতর্ক, মূল্যায়ন এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী বক্তব্য প্রদান করেন উক্ত কর্মশালার সভাপতি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সিরাজুল ইসলাম উকিল। প্রেস বিজ্ঞপ্তি।