বাদ পড়লেন তিন এমপি

বৃহত্তর চট্টগ্রাম

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে দুজন এবং কক্সবাজারে একজন সংসদ সদস্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এই তিন আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে সারা দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনে বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। তার পরিবর্তে এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবিএম আবুল কাশেম মাস্টারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। চট্টগ্রাম১২ পটিয়া আসনে বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর পরিবর্তে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম১ মীরসরাই আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজে নির্বাচন না করার ঘোষণা দেন। তার ছেলে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেলের জন্য মনোনয়ন চেয়েছিলেন। এখানে তার ছেলেকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে কঙবাজার(চকরিয়াপেকুয়া) আসনের বর্তমান সংসদ জাফর আলম এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তার পরিবর্তে এই আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য তিন আসনে পুরনোদের উপরেই আস্থা
পরবর্তী নিবন্ধমনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা একাধিক নেতার