বাথরুমে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে নারী হাজতির পলায়ন

কক্সবাজার প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১২:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা একজন নারী হাজতি পলিয়েছে। গত ২৪ অক্টোবর রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই নারী আসামি বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়।

ওই নারী হাজতি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরয়া এলাকার মৃত নজরুল ইসলাম মেয়ে।

জানা যায়, রাশেদাকে উখিয়া থানার মামলা নং—৩৪ দন্ডবিধি—৩৬৫/৩৮৬/৩৪ এ গ্রেফতার করা হয়। রাশেদা মৃগীরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যা ৭ টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ওই মহিলার হাজতি নং—৫৭১/২৩(উখিয়া)।

এই ঘটনার সতত্য স্বীকার করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান। তিনি বলেন, ‘ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাঁকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধঘুর্ণিঝড় হামুন : বসতঘরে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু, পরিবারকে সহায়তা দিলো প্রশাসন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু