বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির পদত্যাগ দাবি করেছেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং বাজার সিন্ডিকেটের কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন- তার জায়গায় থাকলে আমি আরো অনেক আগেই পদত্যাগ করতাম। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন -উপেজলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ইউএনও সাব্বির রাহমান সানি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম প্রমুখ।