বাণিজ্যিক অকৃষি আগ্রাসন থেকে দেশের কৃষি জমিকে রক্ষা করতে হবে বলে মত প্রকাশ করেছেন চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিমত প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি, ব্যবসায়িক স্থাপনা, নগরায়ন, কারখানা প্রতিষ্ঠা, আবাসিক প্রকল্প তৈরিসহ উন্নয়ন কর্মকাণ্ডের নামে কৃষিজমি উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। আমাদের মনে রাখতে হবে কৃষিই হচ্ছে আমাদের প্রাণ। জলবায়ু পরিবর্তন, বিরূপ আবহাওয়া, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, প্রাকৃতিক সব বাধা পেরিয়ে কৃষিই বাংলাদেশের অন্যতম চালিকাশক্তি। বিশ্বকে তাক লাগিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই যে কোন মূল্যে কৃষিজমিকে বাঁচিয়ে রাখতে হবে। আবাসন, ইটের ভাটা, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়নের নামে কৃষি জমিকে গ্রাস করা হচ্ছে। আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, আমরা পরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের পক্ষে এবং তা হবে হবে অবশ্যই উর্বর কৃষি জমিকে রক্ষার মাধ্যমে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন কৃষি জমিকে কোন অবস্থাতেই বাণিজ্যিক কিংবা শিল্পায়ন খাতে রূপান্তরিত করা যাবে না। তাই কৃষি জমি রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরো বলেন, শস্যভাণ্ডার খ্যাত সীতাকুন্ড, মীরসরাই, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়ার বিশাল কৃষি জমি ক্রমান্বয়ে বাণিজ্যিকরণের নামে গ্রাস করে ফেলা হচ্ছে। কৃষি জমি চিহ্নিত করে এর উন্নয়ন এবং সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।