বাণিজ্যমেলায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ডের বাণিজ্যমেলায় মূল্য তালিকা না টাঙানো, খাবারের বেশি দাম রাখা এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল বিকেলে চলা এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। অভিযানের প্রসঙ্গে তিনি দৈনিক আজাদীকে বলেছেন, ভোক্তাদের বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আমরা বর্াণিজ্যমেলার তিনটি খাবারের দোকানে অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা অভিযোগের সত্যতা পাই।

বিশেষ করে দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানো ছিল না। মূল্য তালিকা না থাকার কারণে একেক ক্রেতার কাছ থেকে একেক রকম দাম নিচ্ছিলো তারা। এছাড়া খাবারও তৈরি করছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে।

মূলত এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক স্টার কাবাব১ কে ২০ হাজার টাকা, পুরান ঢাকার হাজী বিরিয়ানিকে ৫ হাজার টাকা এবং বিরিয়ানি ও কাবাব হাউসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে দোকানের মালিকদের মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচিল্ড্রেন গার্ডেন হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী