ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ–২০২৫ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আজ ৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফরম–২ পূরণ করতে পারেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে (ছবি তোলার কেন্দ্র) উপস্থিত হয়ে সরাসরি ফরম–২ পূরণপূর্বক ছবি ও আঙুলে ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। খবর বাসসের। এছাড়া তারা অনলাইনে (www.nidw.gov.bd) ফরম–২ পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙুলে ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে।