বাটলারের অধীনেই অনুশীলনে ফিরলেন বিদ্রোহী ১৩ নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

আগের দিনই বিদ্রোহী ১৩ নারী ফুটবলার জানিয়েছিলেন তারা অনুশীলনে ফিরবেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছেন পিটার বাটলার। বিদ্রোহী কৃষ্ণা, মাসুরাদের অনুশীলনে যোগ দেওয়ার মাধ্যমে অবসান হলো নারী ফুটবলারদের দুই মাসের অধিক সময় ধরে চলা বিদ্রোহ। বিদ্রোহ করা ১৮ ফুটবলারের মধ্যে তহুরা খাতুন ক্যাম্পে যোগ দিতে পারেননি পারিবারিক কারণে। সাবিনা, সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণা চাকমা ৬ এপ্রিল থিম্পু চলে গেছেন ভুটানের ঘরোয়া লিগ খেলতে। যাওয়ার অপেক্ষায় আরো ৬ জন ফুটবলার। সাবিনারা খেলবেন পারো এফসিতে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলতে যাবেন মাসুরা, রূপনা ও কৃষ্ণা রানী সরকার। মাসুরা রুপনার সাথে এই ক্লাবে যাওয়ার কথা ছিল সাগরিকার। তবে তার বয়স ১৮ বছরের কম হওয়ায় লিগের নিয়ম অনুযায়ী খেলতে পারবেন না। তাই সাগরিকার যাওয়া হচ্ছে না। তার পরিবর্তে ট্রান্সপোর্ট ইউনাইটেড নিচ্ছে আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারকে। এদিকে ভুটান লিগের দল থিম্পু সিটি বাংলাদেশ থেকে নিচ্ছে তিন নারী ফুটবলার সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রকে। এ নিয়ে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের ভুটান লিগে খেলা নিশ্চিত হলো।

পূর্ববর্তী নিবন্ধটাইব্রেকারে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী
পরবর্তী নিবন্ধপটিয়ায় সূর্যতরুণ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে মনসা তরুণ সংঘ চ্যাম্পিয়ন