বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানিয়ে গতকাল বুধবার এক সমাবেশের আয়োজন করেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক টিকলু দে, সহ সাধারণ সম্পাদক খালিদ মিরাজ, কোষাধ্যক্ষ ড্যানি বিশ্বাস, স্কুল ছাত্র সম্পাদক অয়ন সেনগুপ্ত, সদস্য এস এম নাবিল, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাহাড়তলী থানা সংসদের সাধারণ সম্পাদক নিশান রায়, সাংগঠনিক সম্পাদক দুর্বার দেবনাথ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। এতে বক্তারা বলেন, আমরা জানি জাতিসংঘ ঘোষিত এমডিজির লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম শর্ত হলো শিক্ষাখাতে জিডিপির অন্তত ৬ শতাংশ অথবা মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা। জাতীয় আয়ের ৬ ভাগ তো দূরের কথা, শিক্ষাখাতে জিডিপির ২ ভাগ বরাদ্দও গত ১২ বছরে নিশ্চিত করতে পারেনি। করোনার ভয়াল থাবা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে স্বাস্থ্য খাতের ভয়াল দশা। তাই আমরা শিক্ষা সংকট নিরসনে শিক্ষাখাতে ২৫% বরাদ্দের দাবি জানাচ্ছি। সমাবেশ থেকে বক্তারা সকল শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন প্রদান করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ সমাবেশ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।