বাজেটে শিক্ষাখাতে ২০% জিডিপির ৬ ভাগ বরাদ্দের দাবি

মহানগর দক্ষিণ ছাত্রসেনার স্মারকলিপি

| বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

২০২৩২৪ অর্থবছরে শিক্ষাখাতে মোট বাজেটের ২০% জিডিপির ৬% বরাদ্দের দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রসেনা। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহানগর দক্ষিণের সহসভাপতি মুহাম্মদ জহির উদ্দীনের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর রায়হান চৌধুরী, কাজী মুহাম্মদ জুনাইদ জাকী, মুহাম্মদ শাহিন রেজা, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও তারেক আজিজ আলমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅট্টালিকার ভারে ডুবছে নিউ ইয়র্ক
পরবর্তী নিবন্ধমানবিক ফাউন্ডেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প