জাতীয় বাজেট প্রণয়নে শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা জরুরি। বাজেট ঘাটতি পূরণ, স্বচ্ছতা আনয়ন ও মুদ্রাস্ফীতি হ্রাসে আসন্ন বাজেটে বিশেষ অগ্রাধিকার প্রদানের মাধ্যমে বাজেটের বরাদ্দ যাতে যথাযথভাবে বণ্টন হয় সেদিকে গুরুত্বারোপ করতে হবে। বন্দর কেন্দ্রিক সিন্ডিকেট দূরীকরণের মাধ্যমে বন্দরের কর্মপরিবেশ বৃদ্ধি করতে পারলে বিনিয়োগ প্রসারের সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘জাতীয় বাজেট : যুব সংলাপ’ গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার নিবন্ধন সহজিকরণ, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রথম পাঁচ বছর ট্যাক্স ও উৎসহ কর মওকুফসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান, কর ব্যবস্থা আধুনিকায়ন ও উপযুক্ত অন্তর্ভুক্তিমূলক সাম্যাবস্থা নিশ্চিতে আসন্ন বাজেটে গুরুত্ব দেওয়ারও দাবি জানান।
অনুষ্ঠানের স্ট্রাটেজিক পার্টনার ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইয়াং ইকোনমিস্ট সোসাইটি। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। এসডিজি ইয়ুথ ফোরামের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী, আইআইইউসির বোর্ড অব ডিরেক্টর ড. আ জ ম ওবায়দুল্লাহ, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান রোজী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক এম সোলায়মান, যুব উদ্যোক্তা শফিকুল ইসলাম রাহী, সংগঠক জোবাইরুল হাসান আরিফ, বিবিএফের প্রধান নির্বাহী উৎপল কান্তি বড়ুয়া, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খান, উদ্যোক্তা ওবায়দুল হক মনি, লেখক সাইদুল আরেফিন, ইয়াং ইকোনমিস্টস সোসাইটির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক ঋত্বিকা সাহা, আহনাফ সাফিন, জান্নাতুল মাওয়া নোভা, মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ, সিএমসিসিআইয়ের সচিব জয়নাল আবেদীন, এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ইয়াসিন, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, জিয়াউল হক খন্দকার, লিও ক্লাব অব চিটাগং গ্রিন সিটির সেক্রেটারি লিও আবিরুল হক আবির, মোস্তফা রেজা, ফরহাদ উদ্দিন সোহাগ, ফারহানা হক, বাংলাদেশ ইয়ুথ ব্রিগেডের মোহাম্মদ জিয়াউল হক সোহেল, এম এ জলিল প্রমুখ।