বাজেটে শ্রমিকদের পর্যাপ্ত বরাদ্দ এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে টিইউসি চট্টগ্রাম জেলার সমাবেশ ও বিক্ষোভ মিছিল গতকাল রোববার কাজির দেউড়ি মোড়ে অনুষ্ঠিত হয়। টিইউসি জেলা সভাপতি তপন দত্তের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফজলুল কবির মিন্টু, আব্দুর রহিম, মো. মিজান, শেখ সেলিম, মো. পারভেজ, মো. দেলোয়ার,মো. মানিক। উপস্থিত ছিলেন মোতালেব মাঝি, মিজান মাঝি, জাহাঙ্গীর মাঝি, আল আমিন মাঝি, সুমন মাঝি, গনি মিয়া প্রমুখ।সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে সাড়ে ৭ কোটি শ্রমিক। আমাদের প্রত্যাশা ছিল বাজেটে শ্রমিকদের জন্য পর্যাপ্ত বরাদ্দ করা হবে। কিন্তু দুঃখজনক সরকার সেটা না করে সাড়ে কোটি শ্রমিককে হতাশ করেছে। তিনি অবিলম্বে জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করার দাবি জানান। তিনি বাজেটে শ্রমিকদের জন্য পর্যাপ্ত বরাদ্দ ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।