বাজালিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ ও সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থা আয়োজিত মাসব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত শুক্রবার উদ্বোধনী খেলায় অংশ নেয় বাজালিয়া ফুটবল একাডেমি এবং লালুটিয়া ফুটবল একাদশ। খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে লালুটিয়া ফুটবল একাদশ ১০ গোলে বাজালিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন লায়ন মো. আমান উল্লাহ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সজল কান্তি দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন মো. শফিউল আলম, মোহাম্মদ মুছা, ক্রীড়া সংস্থার উপদেষ্টা হাফেজ আহমদ লিটন, ওসমান গণি কোম্পানী, এড. রিয়াদ মোহাম্মদ, আবদুল আজিজ, মাহতাব চৌধুরী, লোকমান গণি, মো. ইউনুস নুরী, মো. মহিউদ্দীন, এড. ওসমান গণি খোকন। খেলা পরিচালনা করেন মোহাম্মদ ইউসুফ মিয়া, তোফাজ্জল হোসেন জনি, শিফাত। ধারাভাষ্য দেন মো. আমিন ও সাইফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ চরবরমায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধতৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ