বাজালিয়া শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় ঋষিতীর্থ অনাথ আশ্রমে সমাজসেবী লীলা দেবীর ২৫তম প্রয়াণবার্ষিকী বিভিন্ন মাঙ্গলিক ও মানবিক কর্মসূচির মধ্যদিয়ে গত ১ মে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলসমবেত প্রার্থনা, গীতাপাঠ, অনাথ শিশু ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, স্মৃতিচারণ অনুষ্ঠান। বাজালিয়া ঋষিতীর্থ অনাথ আশ্রমের সভাপতি আশুতোষ চক্রবর্তীর সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াতের পুত্র সমাজসেবক বিকাশ চৌধুরী ও বিধান চৌধুরী। আশীর্বাণী প্রদান করেন স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ। এতে প্রধান অতিথি ছিলেন বাগীশিক’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রাক্তন প্রভাষক পলাশ কান্তি নাথ (রণী)। বিশেষ অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা রাণী দেবী চৌধুরী, সোনালী ব্যাংকের সাবেক সহমহাব্যবস্থাপক চন্দ্রশেখর নাথ, সমাজকর্মী স্বপ্নাশ্রী দেবী, আশ্রমের কর্মকর্তা পিপলু নাথ ও নারায়ণ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলাশ কান্তি নাথ রণী বলেন, মহৎ কাজের মধ্যদিয়ে মানুষ অমর হয়ে থাকেন। প্রয়াত লীলা দেবী স্বধর্ম পালন ও সমাজকর্মের মধ্যে সমাজে অনুকরণীয় হয়ে থাকবেন। অনাথ আশ্রমের মতো মানবিক প্রতিষ্ঠানগুলোতে সবার দায়বদ্ধতা থাকা উচিত। তিনি ধণাঢ্যশ্রেণিকে অনাথদের পাশে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ, আটক তিন
পরবর্তী নিবন্ধএক দশকের ভাঙা ব্রিজে দুর্ভোগ