মহেশখালীতে টমটমের ধাক্কায় আফরোজা মণি (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা নামক এলাকার প্রবাসী আকতার হুসাইনের কন্যা।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় সাদেকের কাটা বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু আফরোজাকে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির টমটম ধাক্কা দিকে ঘটনাস্থলে মারাত্মক আহত করে।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মঙ্গলবার (১২ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় আফরোজার মৃত্যু হয় বলে জানান তার পরিবার।
নিহত আফরোজার মা বিউটি জানান, ‘প্রথম রমজানের সেহেরির বাজার করতে বাড়িতে কেউ না থাকায় আফরোজাকে মুরগী কিনতে বাজারে পাঠানো হয়। এতে ঘাতক টমটম তার মেয়ে প্রাণ কেড়ে নেয়।’
শিশু আফরোজার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন বেপরোয়া গতির টমটমে যেন আর কারো মায়ের বুক খালি না হয় প্রশাসনের কাছে সে দাবি নিহত শিশু আফরোজার পরিবার।