ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেন, ৬ দফা বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : ৬ দফা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির ব্যবস্থাপনা উপ পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা গত ৭ জুন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন। এতে বক্তব্য রাখেন কে বি এম শাহজাহান সালাউদ্দিন আহমেদ, সাদেক হোসেন পাপ্পু, নুরুল কবির, আনোয়ার ইসলাম বাপ্পী ও পংকজ চৌধুরী কংকন।
বক্তারা বলেন, ঐতিহাসিক ৬ দফা বাঙালির মুক্তির পথ দেখিয়েছে। ছয় দফা ছিল বাংলার মুক্তির সনদ। ৬ দফার ফলস্বরূপ ধাপে ধাপে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি।
নগর মৎস্যজীবী লীগ : ৬ দফা দিবস উপলক্ষে মহানগর মৎস্যজীবী লীগের আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী। যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজী কামরুল হুদা চৌধুরী, নিজাম উদ্দিন, জসিম আহমেদ, মহিদুল ইসলাম স্বপন, এন এইচ শাহেদী রিপন, শওকত হোসেন বাদল, রফিকুল ইসলাম, মহিউদ্দিন আজিজি, নুরুল কবির বাবুল মেম্বার, আবুল কালাম আজাদ, আমান, এসপি জুয়েল, মল্লিক, কামরু উদ্দিন, এম এ আনিস, বেলাল, এন আই শাহেদ, নুর নবী, রুবেল, তারেক, সাগির, ফারুক, এ আর বাবুল, ইমাম প্রমুখ।
ছয় দফা বাস্তবায়ন পরিষদ : কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবেক কমিশনার হাসিনা জাফর বলেছেন, ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। গত রবিবার খুলশীর মরহুম জাফর আহম্মদ চৌধুরীর বাসভবনে ঐতিহাসিক ছয় দফা বাস্তবায়ন পরিষদ চট্টগ্রামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পষিদের আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস মায়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার। বিশেষ অতিথি ছিলেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন ও নগর যুবলীগের সদস্য আফতাব উদ্দিন রুবেল। নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটুর পরিচালানায় বক্তব্য রাখেন নাফিজা বেগম, আসমা আক্তার, সাইমা রহমান, আফরোজা খানম, মুনায়েম আহম্মেদ, মো. আজাদ সিকদার। উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, ফাহিম মুনতাসির, আজমল আলম, মো. নেজাম উদ্দিন, আরাফাত হোসেন, নাজমুল সাকিব, আবু তাহের মুন্না, আলিমুল সিকদার, মো. ফখরুল ইসলাম প্রমুখ।