‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ : প্রশংসাযোগ্য আয়োজন

গৌতম কানুনগো | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে ১লা আগস্ট থেকে শুরু হচ্ছে ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি ও বইমেলা। শৈলী প্রকাশন আয়োজিত সমগ্র আয়োজন উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান রাজনীতিবিদ এটি এম পেয়ারুল ইসলাম। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১ আগস্ট সেমিনারের বিষয় : শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান। মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. সেলিনা আখতার, সভাপতিত্ব করবেন ড. মোহীত উল আলম। আলোচক থাকবেন প্রফেসর রেজাউল করিম, প্রফেসর হাসানুল ইসলাম, অধ্যাপক কানাই দাশ, মো. মাজহারুল হক। সূচনা বক্তব্য : আমিনুর রশীদ কাদেরী। ২ আগস্ট বিষয় : বঙ্গবন্ধু ও ফোকলোর ভাবনা। মূল প্রবন্ধ : প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী। সভাপতি : প্রফেসর ড. মোঃ আবুল কাসেম। ৩ আগস্ট শনিবার বিষয় : বঙ্গবন্ধু ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। মূল প্রবন্ধ : প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব; সভাপতি : প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ৪ আগস্ট বিষয় : সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে বঙ্গবন্ধু। মূল প্রবন্ধ : . শ্যামল কান্তি দত্ত, সভাপতি : অভীক ওসমান। ৫ আগস্ট বিষয় : সুফিবাদ ও বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সংগ্রামে মাইজভান্ডার দরবার শরিফের ভূমিকা। মূল প্রবন্ধ : . আবদুল আজিম শাহ্‌, সভাপতি : . সেলিম জাহাঙ্গীর। ৬ আগস্ট বিষয় : বঙ্গবন্ধুর মহানুভবতা। মূল প্রবন্ধ : প্রফেসর ড. উদিতি দাশ সোমা। সভাপতি : প্রফেসর ড. শিরীণ আখতার। ৭ আগস্ট বিষয় : বঙ্গবন্ধু ও গণমাধ্যম। মূল প্রবন্ধ : প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, সভাপতি : নাসিরুদ্দিন চৌধুরী। ৮ আগস্ট বিষয় : বঙ্গবন্ধুর নাট্যচিন্তা। মূল প্রবন্ধ : . মো. মোরশেদুল আলম; সভাপতি : রবিউল আলম। ৯ আগস্ট বিষয় : স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানে বঙ্গবন্ধুর অবদান। মূল প্রবন্ধ : প্রফেসর ড. প্রণব কুমার চৌধুরী, সভাপতি : প্রফেসর (ডা.) প্রভাত চন্দ্র বড়ুয়া। ১০ আগস্ট বিষয় : পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধু। মূল প্রবন্ধ : . আজাদ বুলবুল; সভাপতি : প্রফেসর রীতা দত্ত। ১১ আগস্ট বিষয়: নারীর ক্ষমতায়ন ও নারী প্রগতির অগ্রগতিতে বঙ্গবন্ধুর অবদান। মূল প্রবন্ধ : . আনোয়ারা আলম; সভাপতি : চেমন আরা তৈয়ব। ১২ আগস্ট বিষয়: বাংলাদেশের শিল্পউন্নয়নে বঙ্গবন্ধুর চিন্তাধারা। মূল প্রবন্ধ : প্রফেসর ড. নারায়ন বৈদ্য; সভাপতি : প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। ১৩ আগস্ট বিষয়: বঙ্গবন্ধুর প্রকৃতি ও পরিবেশচিন্তা। মূল প্রবন্ধ : . শামসুদ্দিন শিশির; সভাপতি : প্রফেসর ড. মহীবুল আজিজ। ১৪ আগস্ট বিষয়: বঙ্গবন্ধুর আদর্শের ছায়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি। মূল প্রবন্ধ : প্রফেসর ড. ফরিদুল আলম; সভাপতি : প্রফেসর ড. মো. সেকান্দার চৌধুরী। ১৫ আগস্ট ১৫ই আগস্টের বিশেষ আলোচনা : ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’। সভাপতি : অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। সেমিনারের বিষয়: বঙ্গবন্ধু ও সমাজতত্ত্ব। মূল প্রবন্ধ : প্রফেসর ড. ওবায়দুল করিম; সভাপতি : প্রফেসর ড. অনুপম সেন।

১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিভিন্ন পর্বে আলোচক হিসেবে থাকবেন যথাক্রমে প্রফেসর রেজাউল করিম, প্রফেসর হাসানুল ইসলাম, অধ্যাপক কানাই দাশ, মো: মাজহারুল হক, প্রফেসর ড. আহমেদ মওলা, রিজোয়ান মাহমুদ, শাকিল আহমদ, নাসির উদ্দিন হায়দার, অধ্যক্ষ এস. এম. ওমর ফারুক, অধ্যাপক আলমগীর মোহাম্মদ, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ জহির, প্রফেসর অঞ্জন নন্দী, . ইলু ইলিয়াস, কাজী রুনু বিলকিস, অধ্যাপক বিচিত্রা সেন, মুহাম্মদ শামসুল হক, খুরশীদ আনোয়ার, শামসুল আরেফীন, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, মুহাম্মদ মুজিবুর রহমান, খালেদা আক্তার চৌধুরী, সুলতানা নুরজাহান রোজী, খনরঞ্জন রায়, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, জসীম চৌধুরী সবুজ, শুকলাল দাশ, মিলন কান্তি দে, শিশির দত্ত, সনজীব বড়ুয়া, সাইফুল আলম বাবু, প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, প্রফেসর ড. জিল্লুর রহমান, ডা. ভাগ্যধন বড়ুয়া, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, হাফিজ রশীদ খান, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক ববি বড়ুয়া, শঙ্কর প্রসাদ দে, অধ্যাপক ফাউজুল কবির, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, জিনাত আজম, মাহবুবা চৌধুরী, প্রফেসর হোসাইন কবির, বিকাশ চৌধুরী বড়ুয়া, খালেদা আউয়াল, নেছার আহম্মদ, প্রফেসর আলেঙ আলীম, শম বখতিয়ার, নাসের রহমান, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্ত্তী, প্রফেসর মুজিব রাহমান, কামরুল হাসান বাদল, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক পিংকু দাশ, প্রফেসর সালমা রহমান, অধ্যাপক ফাতেমা জেবুন্নেছা, রূপক কুমার রক্ষিত, . সবুজ বড়ুয়া শুভ, অধ্যাপক ডা. কল্যাণ বড়ুয়া, ফেরদৌস আরা রীনু, রুনা তাসমিনা, ইফতেখার মারুফ, মিলন বনিক ও গাজী মো. নুরুদ্দীন।

১৫ দিন ব্যাপী অনুষ্ঠানমালায় বিভিন্ন পর্বে সূচনা বক্তব্য রাখবেন আমিনুর রশীদ কাদেরী, হেলাল চৌধুরী, দীপক বড়ুয়া, অরুণ শীল, এস. এম. মোখলেসুর রহমান, মুহাম্মদ মহসীন চৌধুরী, বিপুল বড়ুয়া, কাসেম আলী রানা, ডা. সরওয়ার কামাল পাশা, জাহাঙ্গীর মিঞা, আবুল কালাম বেলাল, জসিম উদ্দিন খান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, এস. এম. আবদুল আজিজ, মুহাম্মদ মুসা খান, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, সৈয়দ আহমেদ বাদল, নিজামুল ইসলাম সরফী প্রমুখ।

কবিতা ও ছড়া পাঠ করবেন আবসার হাবীব, শুক্লা ইফতেখার, আকতার হোসাইন, খালেদ হামিদী, সাজিদুল হক, ফারহানা আনন্দময়ী, রিমঝিম আহমেদ, অনুপমা অপরাজিতা, রেহেনা মাহমুদ, তাপস চক্রবর্ত্তী, নুরনাহার ডলি, আবু তাহের মুহাম্মদ, ইউসুফ মুহম্মদ, বিজন মজুমদার, কাসেম আদনান, রাহগীর মাহমুদ, জাহাঙ্গীর আজাদ, শাহীন মাহমুদ, সারাফ নাওয়ার, বনশ্রী বড়ুয়া, প্রতিমা দাশ, জেসমিন জেসী, সাথী দাশ, কমলেশ দাশগুপ্ত, আজিজ রাহমান, ... মোদাচ্ছের আলী, আবু তালেব বেলাল, অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, আজিজ কাজল, অপু বড়ুয়া, কৌশিক রেইন, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, রুমি চৌধুরী, অপু চৌধুরী, আবু মুসা চৌধুরী, আশীষ সেন, এমরান চৌধুরী, আলী প্রয়াস, আলমগীর হোসাইন, ইলিয়াস হোসেন, ইসমাইল জসীম, কানিজ ফাতিমা, খালেছা খানম, কুতুবউদ্দিন বখতেয়ার, সুস্মিতা তালুকাদার মিতুল, খালেছা খানম, জসীম মেহবুব, জিন্নাহ চৌধুরী, কেশব জিপসী, জুবাইরা জসীম, তালুকদার হালিম, গৌরি প্রভা দাশ, গৌতম কানুনগো, চাঁদ সুলতানা নকশা, নাজনীন লাকী, তটিনী বড়ুয়া, নাজিমউদ্দিন শ্যামল, নিশাত হাসিনা শিরিন, বিকিরন বড়ুয়া, পুস্পিতা সেন, নাটু বিকাশ বড়ুয়া, তারিফা হায়দার, নান্টু বড়ুয়া, নাসিম আখতার রীনা, জোনাকী দত্ত, জাহানারা মুন্নী, মিতা দাশ, সুচিত্রা ভট্রাচার্য্য, মনজুর আহমেদ, বিদ্যুৎ কুমার দাশ, ফারজানা রহমান শিমু, প্রদ্যোত কুমার বড়ুয়া, জি. এম. জহির উদ্দিন, নীল রতন দাশ গুপ্ত, ফারহানা ইসলাম রুহী, ফারজানা আজিম, তসলিম খাঁ, তানজিনা রাহী, কুমুদিনী কলি, লিটন কুমার চৌধুরী, লিপি বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, রায়হানা হাসিব, মারজিয়া খানম সিদ্দিকা, মির্জা মোহাম্মদ আলী, মোহিনী সংগীতা সিংহ, হাসিবুল আলম, জাবীদ মাইনউদ্দীন, মাইছুরা ইসফাত, মর্জিনা আখতার, শহীদুল্লাহ শাহরিয়ার, শারুদ নিজাম, শামীম ফাতেমা মুন্নী, শিরিন আফরোজ, শিপ্রা দাশ, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, শর্মিষ্ঠা চৌধুরী, রেহেনা আকতার, শর্মি বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ জিয়াউদ্দিন, সাঈদুল আরেফীন, সনজিত দে, সিমলা চৌধুরী, সুমি দাশ, সেলিম তালুকদার আকাশ, সৈয়দা করিমুন নেসা, শরনংকর বড়ুয়া, তহুরা পিংকি, বিশ্বজিৎ বড়ুয়া, লিপি তালুকদার, আমানউদ্দিন আবদুল্লাহ, আনোয়ারুল করিম, নজরুল জাহান, সুমন বড়ুয়া, সৈয়দা সেলিমা আক্তার, পারভীন আকতার, সুপলাল বড়ুয়া, সৌভিক চৌধুরী, নাহিদা খানম, স্মরণিকা চৌধুরী, সোমা মুৎসুদ্দী, হৈমন্তী তালুকদার, মিতা পোদ্দার, উৎপল কান্তি বড়ুয়া, সাইফুদ্দীন আহমদ সাকী, শওকত আলী সুজন, সালাম সৌরভ, সুসেন কান্তি দাশ, শিউলী নাথ, শেলীনা আকতার খানম, সাইফুল্লাহ কায়সার, শ্রাবন্তী বড়ুয়া, সরওয়ার আরমান, রাসু বড়ুয়া, ওবায়দুল সমীর, আনোয়ারুল হক নূরী, তানভীর হাসান বিপ্লব, বিভা ইন্দু, নুরনাহার নিপা, কল্যান বড়ুয়া, প্রদীপ ভট্টাচার্য্য, বিলাস কান্তি দাস, বিশ্বজিৎ বড়ুয়া, মাহবুবা ছন্দা, রাজন বড়ুয়া, কাজী নাজরিন, জায়তুন্নেসা জেবু প্রমুখ। ১৫ দিনব্যাপী বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন জনপ্রিয় বাচিক শিল্পী আয়েশা হক শিমু ও কবি মর্জিনা আখতার। অনুষ্ঠান তত্ত্বাবধানে থাকবেন সংগঠক এম কামালউদ্দিন ও সাংবাদিক আরিফ রায়হান। প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসাযোগ্য।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে বঙ্গবন্ধুর নাম
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে