জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মহানগরের উদ্যোগে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমদ ও অ্যাড. আবুল কালাম আজাদ স্মরণে এক সভা গতকাল বুধবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাসদ নেতা সুযশময় চৌধুরী, মহানগর জাসদের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান খান।
বক্তব্য রাখেন সেলিম চৌধুরী, হাসান শহীদ রানা, মশিউর রহমান খান, মঈনুল আলম খান, রেজাউল করিম, আনিসুর রহমান, জসিম উদ্দিন, সাহাবুদ্দিন সাবু, জামাল উদ্দিন, মো. সাকিব প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাঙালির ইতিহাসে কাজী আরেফ আহমদ ও অ্যাড. আবুল কালাম আজাদের নাম স্মরণীয় হয়ে থাকবে।
স্বাধীনতার আন্দোলনকে সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করার ক্ষেত্রে কাজী আরেফদের চিন্তার ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। সভায় বক্তাগণ এই বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।











