বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার আহ্বান

ঐকতান সাংস্কৃতিক উৎসব

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৮ বছর পূর্তিতে গত ১০ ফেব্রুয়ারি ঐকতান সাংস্কৃতিক উৎসব ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। র‌্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির ১ম পর্বে ছিল স্মৃতিচারণমূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২য় পর্বে কেন্দ্রীয় সংসদের সভাপতি তড়িৎ দাশের সভাপতিত্বে সভায় চিত্রনায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন। তিনি ঐকতানের সংস্কৃতি চর্চা ও সার্বিক কর্মকান্ডের প্রসংশা করেন। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে সকলের হৃদয়ে পৌঁছে দিতে যার যার অবস্থান থেকে সহায়তা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন সামাজিক অবক্ষয় প্রতিরোধে বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে হবে। প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর বলেন, বাঙালি সংস্কৃতিকে প্রান্তিক পর্যায়ে গনমানুষের হৃদয়ে পৌঁছাতে সরকার সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি এই কাজে সরকারের সাথে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, উপ সচিব লুৎফর রহমান, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, যীশু বণিক, প্রসূন কুমার দাশ, কল্যান পাল, বিপ্লব পাল, সুমন চৌধুরী, দেবাশীষ পাল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, উৎসব প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সুজন চৌধুরী, লিটন দে, প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন, সৌমেন চৌধুরী, সুব্রত দত্ত, সুশান্ত সেন, ফাল্গুনী ঘোষ, ডা. আশীষ ঘোষ প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুশান্ত সেন ও ফাল্গুনী ঘোষ।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাব
পরবর্তী নিবন্ধবছরের প্রথম জিএমএম করলো জেসিআই চট্টগ্রাম