বাঙালি জাতির ইতিহাসের সাথে বৌদ্ধ সমপ্রদায়ের ইতিহাস নিবিড় সম্পর্কযুক্ত

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের শাখার সম্মেলনে বক্তারা

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

কাতালগঞ্জস্থ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত নবপন্ডিত বিহারে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্প্রতি সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন, বাঙালি জাতির ইতিহাসের সাথে বৌদ্ধ সমপ্রদায়ের ইতিহাস নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ প্রতিটি সংগ্রামে বৌদ্ধদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দিনব্যাপী সম্মেলনে সংঘের তিন শাখা সংগঠন চট্টগ্রাম অঞ্চল, যুব শাখা ও মহিলা শাখার নতুন কমিটি গঠিত হয়। এতে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রকৌশলী পরিতোষ বড়ুয়া ও শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবর (কেন্দ্রীয় কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিল্পোদ্যক্তা ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়া রিপন ও রোটারিয়ান ডাঃ অমরেশ বড়ুয়া চৌধুরী। বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ মহিলার (কেন্দ্রীয় কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন লায়ন কেমি বড়ুয়া মুক্তা ও শিক্ষিকা নেভী বড়ুয়া। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। তিনপর্বে বিভক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, পুস্পেন বড়ুয়া কাজল ও অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেনঅঞ্চল কুমার তালুদার, প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, চম্পাকলি বড়ুয়া। সম্মেলনে শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, রোটারিয়ান ডাঃ অমরেশ বড়ুয়া চৌধুরী, শিক্ষিকা নেভী বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেনবৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্দ্ধতন সহ সভাপতি রাজগুরু অভায়নন্দ মহাথের, মহাসচিব ডিআইজি (অবঃ) পি. আর বড়ুয়া। সম্মেলনে তিন শাখার প্রতিনিধিদের বক্তব্য রাখেনপ্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া, লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, দেবপ্রিয় বড়ুয়া, প্রফেসর ড. সুমন বড়ুয়া, প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, শিক্ষক অনুপম বড়ুয়া, বিনয়ভূষণ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, স্বদেশকুসুম চৌধুরী, রবীন্দ্র লাল বড়ুয়া, শ্যামল বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, সুমেধ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, শিক্ষক দেবল বড়ুয়া, সিঝার বড়ুয়া, শ্যামল চৌধুরী, শুভাশিষ বড়ুয়া সিন্টু, সুমন বড়ুয়া আবু, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, সৌমেন বড়ুয়া ডিম্পল, ত্রিদীপ বড়ুয়া টিপু, মীরা মুৎসুদ্দী, পূর্ণিমা বড়ুয়া, দোলনচাঁপা বড়ুয়া, শেলী বড়ুয়া চৌধুরী, অধ্যক্ষ প্রনতি বড়ুয়া, অধ্যাপিকা রত্না বড়ুয়া, সঞ্চিতা তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের সভা