(৩২,২০২)
সুস্থ, সবল জাতি মোরা
মাছে-ভাতে বাঙালি,
সবকিছুতেই এগিয়ে যাই
সবাইকে পিছনে ফেলি।
সুজলা, সুফলা বাংলা মা
দিগন্ত জুড়ে সোনার ধান,
মিষ্টি মধুর ফলের বাহার
দেশজুড়ে যে খুশির বান।
জ্ঞানী-গুণী, শিল্পী-সাধক
সবই আছে এই দেশে,
বিজ্ঞানেও এগিয়ে থাকি
খেলাধুলায়ও নেই শেষে।
প্রকৃতি গড়ে, প্রকৃতি ভাঙে
আছে ঝড়, বন্যা, খরা,
যুদ্ধ করেই টিকে থাকি
আমরা যে ভাই বিশ্বসেরা।