রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে শেফালি চাকমা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলুবনিয়া যৌখামার এলাকায় এ বজ্রপাত ঘটে।
শেফালি চাকমা ওই এলাকার স্মৃতি জীবন চাকমার মেয়ে। এর তিন দিন আগে একই এলাকার জয়সেন চাকমা নামে বজ্রপাতে আরেকজন মারা গেছে বলে জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা জানান, রবিবার রাত ৯টার দিকে নিজ ঘরের
উপর আকস্মিক বজ্রপাতে শেফালি মারা যান। গত তিন দিনের ব্যবধানে বজ্রপাতে একই এলাকার দুইজনের প্রাণ গেল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “পাহাড়ি এলাকায় বড় বড় গাছ কেটে ফেলায় এখন বজ্রপাত ঘটছে বাড়িঘরের উপর। এটা খুব আতঙ্কের। বজ্রপাত থেকে বাঁচতে বেশি করে গাছ লাগাতে হবে।”