রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অনুমোদন বিহীন দুটি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার দুই ইটভাটা এম,এম,সি ও কে,বি,এম মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইট ভাটা দুটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এ সময় ইট ভাটা মালিক শাহরিয়ার হোসেন ও নাহিদ হাসান অনুমোদনের কাগজপত্র দেখিয়ে দাবি করেন ২০১১ সালের পর থেকে জেলা প্রশাসন থেকে নতুন করে নবায়ন বন্ধ থাকায় তারা নবায়ন করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের কারণে এই অভিযান। এছাড়াও জেলা প্রশাসন থেকে ও কোন অনুমোদন না থাকায় উপজেলার দুইটি ইট ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও বন্ধ করে দেয়া হয়।