বাঘাইছড়িতে দুই অবৈধ করাতকল উচ্ছেদ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ ও ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে বন বিভাগ। এ সময় দেশের অন্যতম সংরক্ষিত ও সমৃদ্ধ বনাঞ্চল পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে করাতকল স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়।

পাবলাখালি রেঞ্জের কর্মকর্তা সজীব কুমার মজুমদার জানান, বেআইনীভাবে পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে স্থাপন ও পরিচালনার অভিযোগে ২টি করাতকল উচ্ছেদ করা হয়। করাতকল বিধিমালা -২০১২ এর সেকশন ৭(ক) অনুযায়ী সংরক্ষিত বনের ৩ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন অবৈধ হলেও উমাচরণ চাকমা ও পলিন বিকাশ চাকমা নামে দুই ব্যবসায়ী করাতকল স্থাপন ও পরিচালনা করে আসছে।

এ সময় করাতকল উচ্ছেদের পাশাপাশি ৫০ঘন ফুট কাঠও জব্দ করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির
পরবর্তী নিবন্ধভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পূর্ব নাসিরাবাদে