বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের ত্রি–বার্ষিক সম্মেলন গত ৭ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। বাগীশিক কেন্দ্রীয় আহবায়ক বিজয় লক্ষ্মী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. দিলীপ কুমার ভট্টাচার্য। শান্তি বাণী পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। অতিথি ছিলেন অধ্যাপক হারাধন নাগ, অসিত সেন, নির্মল দেব, বাবুল ঘোষ বাবুন, অরবিন্দ পাল অরুন, শম্ভু দাশ, তপন ধর। স্বাগত বক্তব্য রাখেন লায়ন দিলীপ কুমার শীল। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য্য।
আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রিতম চৌধুরী। অ্যাড. শুভাশীষ শর্মার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, শুভাশীষ চৌধুরী, সুলাল ধর, নির্মল মজুমদার। সম্মেলনের ২য় অধিবেশনে ঝুন্টু চৌধুরীকে সভাপতি, অ্যাড. শুভাশীষ শর্মাকে সাধারণ সম্পাদক ও দেশপ্রিয় চৌধুরী বিনয়কে নির্বাহী সদস্য করে আংশিক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।