নগরীর চকবাজার বাগমনিরাম ওয়ার্ডে তরুণদের সংগঠন প্রজন্ম ২৪–এর উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় গতকাল সানমার স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবসেবা হলো ইবাদতের একটি অঙ্গ। চিকিৎসা সেবার মতো খাতে এমন উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রজন্ম ২৪–এর এই ব্যতিক্রমধর্মী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা চাই যুব সমাজ এমন মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হোক।
মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রেসক্রিপশন প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়াও ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সর্দি–জ্বর, গ্যাস্ট্রিক, শিশুদের স্বাস্থ্যপরীক্ষাসহ বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, পাঁচলাইশ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহিদ আজাদ, প্রজন্ম ২৪ এর আহবায়ক জামায়াত নেতা তাউসিফ সুলতান রাফি প্রমুখ।