আনজুমানে আশেকানে মদিনা কমপেক্স পরিচালিত বাগদাদিয়া একাডেমির শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত ৬ জুন বিকালে নগরের চকবাজার বাগদাদিয়া খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত শাহ মোহাম্মদ আবদুল হালিম আল–মাদানী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সৈয়দ মো. অসিয়র রহমান আলকাদেরী।
মাওলানা নিয়াজ মাখদুম ফারুকির সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, মাস্টার আবুল হোসেন, মাওলানা এনায়েত উল্লাহ খান, সৈয়দ মো. আবু আজম, মো. জসিম উদ্দিন, মেহেদি হাসান মোস্তফা, গোলাম রাব্বানি, তারেক শাহ, কাউছার শাহ ও আরিফ শাহ।
প্রধান অতিথি বলেন, নৈতিক শিক্ষার অন্যতম ভিত্তি ধর্মীয় শিক্ষা। সৎ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।