বাগছাস নেতাদের স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা

চাকসু নির্বাচন

চবি প্রতিনিধি | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আনুষ্ঠানিক প্যানেল না দিলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চবি শাখার নয়জন নেতা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংগঠনটি জানিয়েছে, প্রার্থীদের পাশে থেকে পূর্ণ সমর্থন দেবে তারা।গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়।

শাখা বাগছাসের প্রার্থীরা হলেন, এজিএস পদে বাগছাস সিনিয়র যুগ্মআহ্বায়ক সুলতানুল আরেফিন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে বাগছাস যুগ্মসদস্য সচিব আশরাফ চৌধুরী, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে বাগছাস সহমুখপাত্র নওশীন তাবাচ্ছুম জুথি, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বাগছাস যুগ্মআহ্বায়ক উলফাতুর রহমান রাকিব, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে বাগছাস সদস্য মো. নাঈম বিশ্বাস, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বাগছাস সংগঠক মো. তাওসিফ ইয়াসার রুদ্র, নির্বাহী সদস্য পদে বাগছাস যুগ্মআহ্বায়ক তানভীর অন্তু, বাগছাস যুগ্মসদস্য সচিব মো. ফয়সাল মিয়া ও বাগছাস সদস্য মো. ওসমান গনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাখা বাগছাসের আহ্বায়ক মুনতাসির মামুন বলেন, ‘আসন্ন চাকসু নির্বাচনে বাগছাস চবি শাখার পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। তবে আমাদের সংগঠনের যে সকল নেতৃবৃন্দ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সংগঠন তাদের পাশে থাকবে এবং পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।’

পূর্ববর্তী নিবন্ধইলিশের হাতবদল ৪ থেকে ৬ বার প্রতিবার ‘দাম বাড়ে ৬০%’
পরবর্তী নিবন্ধআনোয়ারায় নির্মাণাধীন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা