নগরীর লালখান বাজার এলাকায় বাকিতে কোল্ড ড্রিংস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি অফিস এবং একটি সিএনজি টেক্সি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি একটি সিগারেটের দোকানের মালামাল ছুড়ে ফেলার ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালখান বাজারের হাই লেভেল রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খোকন নামে একজনসহ তিনজন আহত হয়েছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব রহমান আজাদীকে বলেন, দুটি টোকাই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় একটি অফিস ভাঙচুর করা হয়েছে। সেটি আওয়ামী লীগের অফিস বলে শুনেছি। এছাড়া দোকান ও একটি সিএনজি টেক্সি ভাঙচুর করা হয়েছে। সমস্যা হয়েছে জানতে পেরে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।