বাকশালী সংবিধান বহাল রেখে জনগণের মুক্তি সম্ভব নয়

জাতীয় নাগরিক কমিটির সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের উদ্যোগে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা : কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বাহাত্তরের বাকশালী সংবিধান বহাল রেখে বাংলাদেশের জনগণের মুক্তি অসম্ভব বলে মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হাসান আলী, এসএম সুজা, সাগুফতা বুশরা মিশমা উপস্থিত ছিলেন। এছাড়াও নাগরিক কমিটি চট্টগ্রামের লেখক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসএম সুজা তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা খুনি ও গণহত্যাকারী। যতদিন পর্যন্ত এই গণহত্যার বিচার না হবে ততদিন শহীদের আত্মা শান্তি পাবে না। তাই এই বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। ইমন সৈয়দের উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাগুফতা বুশরা মিশমা। সভায় শিক্ষক মুহাম্মদ ফরহাদ চট্টগ্রামকে কীভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা করেন। তিনি ঢাকাকেন্দ্রিক অধিক উন্নয়নের মানসিকতার সমালোচনা করে বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরেন। চট্টগ্রামের সাংস্কৃতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন আর্টিস্ট মেরুন হরিয়াল। তিনি চট্টগ্রামের ইতিহাসঐতিহ্য, বিজয়মেলা, ব্যান্ডসঙ্গীতসহ বিভিন্ন বিষয়ে দৃষ্টিপাত করেন। মুহাম্মদ ইরফান বলেন, বাহাত্তরের বাকশালী সংবিধান বহাল রেখে বাংলাদেশের জনগণের মুক্তি অসম্ভব। সব্যসাচী জহির বলেন, বাংলাদেশের বর্তমান সংবিধান ফ্যাসিবাদ তৈরির সংবিধান। এই সংবিধান বাতিল করে জনগণের অভিপ্রায়ে নতুন সংবিধান রচনা করতে হবে। সভায় মুনতাসির মাহমুদ শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষাঙ্গনে দলীয় প্রভাব হ্রাস, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি শিক্ষা প্রসার, গ্রামীণ ও শহুরে শিক্ষার সমতা নিয়ে আলোকপাত করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলা একাডেমিতে গবেষণা-বৃত্তি আবেদনের সুযোগ
পরবর্তী নিবন্ধশারজাহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক বাংলাদেশির মৃত্যু