নগরীর বাকলিয়া থানার জিরাত ফ্যাশন গার্মেন্টেস সংলগ্ন এলাকা থেকে জুয়া খেলার সরাঞ্জামসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস ও জুয়া খেলার নগদ দুই হাজার ১১০ টাকা জব্দ করা হয়।
ধৃতরা হচ্ছেন মো. শফিকুল ইসলাম রিফাত (২৮), মো. সোহেল (২২), মো. সাওয়াল (২৪), মো. রিদোয়ান (১৯), আব্দুর রহমান হৃদয় (১৯), আব্দুস শুক্কুর (৩২), মো. মিজান (২৫), মো. সোহেল (১৯) ও শুক্কুর চৌধুরী (৩৫)।